‘ভালো করলে টিম ম্যানেজমেন্টের, খারাপ করলে অধিনায়কের’

সাত বছর পর আবার ইনিংস ব্যবধানে হার। তাও বাংলাদেশের বৃহত্তম হারের তালিকায় পঞ্চম। এমন হারের পর স্বাভাবিকভাবেই চলছে অধিনায়কের মুণ্ডুপাত। আর করবেনই না কেন? ব্যাটিং স্বর্গে টস জিতে নিয়েছেন ফিল্ডিং। তবে এ সব সমালোচনাই মেনে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। জানিয়ে দিলেন দল সাফল্য পেলে তার কৃতিত্ব টিম ম্যানেজমেন্টের, আর হারলে দায়টা নিতে হয় অধিনায়ককেই।

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন, কোচের সঙ্গে শীতল সম্পর্ক চলছে মুশফিকের। সংবাদ সম্মেলনেও উঠে এলো সে কথা। আর কথার সত্যতা ফুটে উঠলো অধিনায়কের কণ্ঠেই, ‘এটা (সম্পর্ক কেমন) আপনি তাকেই (হাথুরুসিংহে) জিজ্ঞাসা করেন। আমি সবসময় নিজের সেরাটা করার চেষ্টা করি। টিম ম্যানেজমেন্টও সেরাটা করার চেষ্টা করে। আসলে যখন দল ভালো করে সব কৃতিত্ব ম্যানেজমেন্টের। আর দল খারাপ করলে সব দায় অধিনায়কের। আমি এটা মেনেও নিয়েছি।’

ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে সুযোগ ছিল টাইগারদের ব্যাটিং নেওয়ার। তবে দুইবারই টস জিতে ফিল্ডিং নেওয়ায় সমালোচনার তোপ চলে মুশফিকের উপর। এদিকে ব্লমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে বেশ কিছু বিধ্বংসী মন্তব্যই করেছিলেন মুশফিক। সব মিলিয়ে বোর্ডও মুশফিকের উপর নাখোশ। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন মুশফিক, ‘আমি শতভাগ সততা দিয়ে এটা করার চেষ্টা করেছি। তবে তারা যদি এতে তৃপ্ত না হয় তাহলে তারা যে কোন সিদ্ধান্ত নিতে পারে। যা হয়েছে আমি শুধু তা বলার চেষ্টা করেছি প্রথম দিনের খেলার পর। যদি কেউ এতে সন্তুষ্ট না হয় তাদের যে কোন কিছু করার অধিকার আছে।’

এদিকে গুঞ্জন উঠেছে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। তবে নিজে থেকেই সরে দাঁড়াবেন কিনা জানতে চাইলে মুশফিক বলেন, ‘কেন আমি করবো? এটা একক খেলা না এটা দলীয় খেলা। অবশ্যই অধিনায়ক হিসেবে সব দোষ আমাকেই দেওয়া হবে। আর আমি এটা নিচ্ছিও। আগামী টেস্ট সিরিজের আগে অনেক সময় আছে। তারা এটার সিদ্ধান্ত নেবে। আমি সেটাই মেনে নিব।’

তবে দলের ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক, ‘হতাশার কিছু নেই দল খারাপ করলে অধিনায়কেরই দোষ হবে। আমি অস্বীকারও করছি না। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। আমি থাকি বা না থাকি সেটা বোর্ডই সিদ্ধান্ত নিবে। আর যখন সব কিছু করার চেষ্টা করবেন কিন্তু ঠিক হবে না তখন খারাপতো লাগবেই। আর এতো খারাপ করবো এটা বাংলাদেশ দল থেকে আশা করি নাই।’

বাংলাদেশ সময় : ২৩২৩ ঘণ্টা, ০৮ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ