বাংলাদেশ সফরের আগে সন্ত্রাসী হামলায় দুই কোচ নিহত

অপরাধ প্রবণ এলাকা হিসেবে সাউথ আফ্রিকার প্রিটোরিয়া রাজ্যের দুর্নাম আছে। সন্ত্রাসী হামলায় দুই ক্রিকেট কোচ মারা যাওয়ার পর রাজ্যটি আবারও আলোচনায়। একই হামলায় আরও দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমন একটা সময় ঘটনাটি ঘটল যখন একদিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফ্রিকায় উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার রাজ্যের লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব কক্ষ থেকে গিভেন এনকোসি (২৪) এবং চার্লসন মাসেকো (২৬) নামের দুই কোচের মৃতদেহ উদ্ধার করা হয়। উমর আসাদ নামের এক ব্যক্তি ওভাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের সময় মৃত ব্যক্তিদের সন্ধান পান।

একই ভবন থেকে কেএফসি মিনি-ক্রিকেটের তত্ত্বাবধায়ক কাগিয়াসো মাসুবেলে এবং হার্ভে আগবোমাদেজিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রিটোরিয়ার স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। চারজনই স্টেডিয়ামের আবাসিক হলে থাকতেন।

ঠিক কী কারণে তাদের ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। সাউথ আফ্রিকা এবং নর্দার্ন ক্রিকেট আয়োজিত কোচদের প্রশিক্ষণ কর্মসূচীতে একসঙ্গে কাজ করতেন তারা।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সাউথ আফ্রিকা যাওয়ার আগে ঘটল কোচ হত্যার মত মর্মান্তিক ঘটনাটি। এমন মৃত্যুকে দেশটির ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি হিসেবে দেখছেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত।

‘ক্রিকেট সাউথ আফ্রিকার পরিবারের জন্য এটি অনেক বড় একটি আঘাত। আমাদের যুব সমাজকে ক্রিকেটের প্রতি আগ্রহী করতে এই কোচ, কর্তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের কারণেই আমাদের ক্রিকেট আজ এমন পর্যায়।’ টুইটারে এভাবেই শোকবার্তায় লিখেছেন লরগাত।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ