সায়মা হত্যা মামলা: আদালতে হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর ওয়ারী এলাকায় ছয় বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি হারুন অর রশীদ আজ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরজুন আজ আসামি হারুনকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারি হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ রবিবার হারুন অর রশীদকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।

পুলিশের কাছে প্রাথমিক জবানবন্দিতে হারুন বলে, সে সায়মাকে ছাদ দেখানোর কথা বলে খালি পড়ে থাকা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে সে শিশু সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে (গলাটিপে) হত্যা করে।

উল্লেখ্য, নয় তলা ভবনের অষ্টম তলায় হারুন তার খালাত ভাই ব্যবসায়ী পারভেজের বাসায় থাকত। পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত। একই ভবনের ছয় তলায় মা-বাবার সঙ্গে থাকত সায়মা।