সাংবাদিক শফিকুলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা, বেনাপোলে গ্রেপ্তার

নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোরের বেনাপোল স্থলবন্দরের শূন্যরেখা থেকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গতকাল রাত চারটার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজলকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে দেশে আসার অভিযোগে বিজিবি মামলা করেছে। তিনি পুলিশ হেফাজতে থানায় আছেন। আজ রোববার তাঁকে আদালতে নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শফিকুল গতকাল রাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখায় আসেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৮ মার্চ হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন।