গুইমারায় স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে মোখলেছ মিয়া (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মোখলেছ গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার মনসুর সওদাগরের ছেলে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ঘটনার তিন বছরের মাথায় আদালত এ রায় দিলেন।

২০১৭ সালের ২৩ অক্টোবর খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় যৌতুক না পেয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে স্ত্রী মোছা. জান্নাত বেগমকে (২২) হত্যা করে মোখলেছ। এ ঘটনায় নিহতের বাবা মো. ফারুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ চারমাস পর ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।